অন্যান্য

গাংনীতে যাত্রীবাহি বাস উল্টে নারী শিশুসহ আহত ২০

By মেহেরপুর নিউজ

April 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার শূকরকান্দি নামক স্থানে মুখোমুখি সংঘষে  নারী শিশুসহ অন্তত ২০ আহত হয়েছে।এ ঘটনায় আধাঘন্টা মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও শ্রমিকদের সহায়তায় বাসচলাচল শুরু হয়।

বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শুশান্ত সাহা ও স্থানীয়রা জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী আমিন পরিবহনের একটি যাত্রী বাহী বাস (কুষ্টিয়া জ ০৪-০০১৫) শুকুরকান্দি নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে অপরদিকে থেকে আসা আরেকটি বাসকে ধাক্কা মারে। এসময় বাসে থাকা নারী শিশুসহ ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।