মেহেরপুর নিউজ,০৭ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার শূকরকান্দি নামক স্থানে মুখোমুখি সংঘষে নারী শিশুসহ অন্তত ২০ আহত হয়েছে।এ ঘটনায় আধাঘন্টা মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও শ্রমিকদের সহায়তায় বাসচলাচল শুরু হয়।
আহতদের মধ্যে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সমসের আলী (৫৫), তার মেয়ে কলেজ ছাত্রী মৌসুমী (১৯), একই গ্রামের আনসার আলীর ছেলে আব্বাস আলী (৩০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আলতাপাড়া গ্রামের কলম আলীর ছেলে সেলিম রেজা (৩২) বামুন্দী ক্লিনিকে, মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৪০), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মৃত সিদ্দীক মীরের ছেলে আলম মিয়া (৬০) ও তার নাতী মার্জিয়া খাতুন (৭) বামুন্দী আল শেফা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার বেলা সোয়া ১০ টার দিকে কুষ্টিয়া যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
বামুন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শুশান্ত সাহা ও স্থানীয়রা জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী আমিন পরিবহনের একটি যাত্রী বাহী বাস (কুষ্টিয়া জ ০৪-০০১৫) শুকুরকান্দি নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে অপরদিকে থেকে আসা আরেকটি বাসকে ধাক্কা মারে। এসময় বাসে থাকা নারী শিশুসহ ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।