গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে তার বাবা আশারুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে জেলার গাংনী উপজেলার করমদী কাজীপাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্ত ওই বাবাকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানা সূত্র জানায়, ভূক্তভােগী নারীর অভিযোগ তার বাবা আশারুল ইসলাম তাকে গত ২৮ ফেব্রুয়ারী দিবাগত মধ্যে রাতে জোর পূর্বক যৌন নির্যাতন করে এবং শয়ন কক্ষে এক সপ্তাহ আটকিয়ে রাখে। পরে বিষয়টি তার মাকে যৌন নির্যাতনের ঘটনা জানিয়ে সে ঢাকায় তার স্বামীর কাছে চলে যায়। এরপর গত ১৪ মার্চ গাংনী থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১৭ তারিখ-১৪/০৩/২৫। ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১)এর সংক্রান্ত।