গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিল আতিয়ার রহমানকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার বিকেলে পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার পাঠশালা।
আয়ােজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন।
আয়ােজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান।
আয়ােজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের গাংনী উপ-শাখার ইনচার্জ নাজমুস সাকিব সোহাগ,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী হেলাল উদ্দীন,
দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু,নিউজ বাংলাদেশ ৬৪- এর সম্পাদক তরিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মিজানুর রহমান,শিক্ষিকা
দিল আফরোজ লিপি ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী আরিফুর রহমান মাহী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলার পাঠশালার পরিচালক ও তরুণ সমাজ সেবক বনি।