মেহেরপুর নিউজ, ১৩ মে: মেহেরপুরের গাংনীতে জমি জমা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে উপজেলা যুবলীগ সভাপতি ও শ্রমিক নেতার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার বিকেল থেকে উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন ও মেহেরপুর জেলা মটর শ্রমীক ইউনিয়নের লাইন সম্পাদক মনিরুল ইসলাম মনির মধ্যে এ উত্তেজনা শুরু হয়। প্রূত্যক্ষদর্শীরা জানান, গোলাম হোসেন এর বাড়ি ও টিএন্ডটি সিমানা মাঝ দিয়ে রাস্তার জমি গোলাম হোসেন দাবি করে হেরিংবন্ডের রাস্তা সংকোচিত করে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিষয়টি জানতে পেয়ে যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন গোলাম হোসেন ও শ্রমীক নেতা মনিরুল ইসলাম মনিকে ডাক করে এ বিষয়ে জানার চেষ্টা করে। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। দুজনের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা বেধে যায়। পরে পুলিশকে খবর দিলে গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। শ্রমীক নেতা মনিরুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আলোচনার ফাঁকে যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন তার পকেটে থাকা পিস্তল দিয়ে আমাকে ভয় প্রদর্শন করে। এদিকে এ অভিযোগ অস্বীকার করে যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ৩০ বছরের পুরানো হেরিংবন্ড রাস্তা হঠাৎ করে কেন তার ইট তুলে সংকোচি করা হয় এটা জানার চেষ্টা করেছি মাত্র। অস্ত্র প্রদর্শনের বিষয়ে মোশাররফ হোসেন বলেন, আমার প্রতিপক্ষরা তাদের কৃতকর্মকে ঢাকার জন্য আমার নামে মিথ্যা কথা রটানো হচ্ছে এটা অবান্তর আমি কোন অস্ত্র প্রদর্শন করি নাই। তবে আমার একটি লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে।