করোনাভাইরাস

গাংনীতে মাস্ক ব্যবহার না করায় ১১জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

By মেহেরপুর নিউজ

November 23, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে দুই হাজার দুই শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর ২টার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী। করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে ১১ জনকে দন্ডবিধির ২৭১ ধারায় ২শ’ টাকা করে মোট দুই হাজার দুইশ টাকা অর্থদন্ডারোপ করা হয়।

কোভিড-১৯ করোনা ২য় ঢেউ বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে মহামারি আকার ধারণ করতে পারে এমন সন্দেহ করছে বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস বিস্তার যাতে ঘটতে না পারে সে জন্য সচেতনতা বৃদ্ধিকল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। গাংনী থানা পুলিশের একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।