আইন-আদালত

গাংনীতে মাস্কের দাম বেশী নেওয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

By মেহেরপুর নিউজ

March 11, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে কোরোনা ভাইরাস আতঙ্কে মাস্কের দাম বেশী নেওয়ায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ড বাজারের বেশ কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারের আমিন মিষ্টান্ন ভান্ডার, আল-আমিন মিষ্টান্ন ভান্ডার, বুলবুল ফার্মেসী, আঃ মালেক স্টোর ও খোলা বাজারে মাস্ক বিক্রেতাদের দোকানে অভিযান পরিচালনা করা হয়। তবে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে মাস্ক বেশী দামে বিক্রীর বিষয়টি প্রমাণিত হওয়ায় গাংনী বাজারের বড় মসজিদের পাশে মেডিসিন গ্যালারীর স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা সহযোগিতা করেন।