গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা এবং চলাচলের রাস্তা মাটি ফেলে অনুপযোগী করার অপরাধে জাহিদ হাসান নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিত জাহিদ হাসান মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের জাহিরুল ইসলামের ছেলে।
সোমবার বিকেলের দিকে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের টেপুখালীর মাঠে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন। এসময় গাংনী থানা পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাটি ব্যবসায়ী জাহিদ হাসান সাহারবাটী গ্রামের টেপুখালির মাঠে ফসলি জমি কাটছে এমন অভিযোগে ওই মাঠে অভিযান চালানাে হয়। এসময় জাহিদকে ড্রেজার মেশিনসহ হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসানাে হয়। ভ্রাম্যমাণ আদালতে জাহিদ তার দােষ স্বীকার করলে,২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ১/৪ ও ১/৫ এবং ১৫/১(ক) ধারায় দোষি সাবস্থ্য হওয়ায় জাহিদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।