ব্যবসা ও বানিজ্য

গাংনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান।। ৯ জন দোকান মালিক ও ১০ মোটরসাইকেল মালিকের জরিমানা

By মেহেরপুর নিউজ

August 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট: গাংনী উপজেলার বিভিন্ন  সড়কের পাশে  অবৈধ দখলের মধ্য দিয়ে ইট,বালু,পাথর সহ দোকানের নানা মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃস্টি করার অপরাধে ৯ জন দোকান মালিক এবং বৈধ কাগজাদি না থাকায় ১০ জন মোটরসাইকেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার শেষ বিকেলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সাল এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,যান চলাচলে বিঘ্ন সৃস্টি করার অপরাধে মনিরুল বেডিং এর মালিক মনিরুল ইসলাম,আবুল কাশেম,ওমানিয়া মিয়া,শফিউল আলম,জাহাঙ্গীর আলম,শাহাবউর্দ্দিন,ব্যবসায়ী মনির হোসেন,ঠান্ডু মিয়ার এবং এস এম প্লাজার মালিক রবিউল ইসলাম এর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মোটরসাইকেল চালকদের বৈধ কাগজাদি এবং হেলমেট ব্যবহার না করায় ১০ জনের কাছ থেকে ১ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।