মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ঝটিকা অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার শেষ বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে গাংনী হাসপাতাল বাজারের আলামিন বেকারির ৫ হাজার টাকা জরিমানা, নিষিদ্ধ নোট বই রাখার দায়ে স্টুডেন্ট কর্ণার ও শ্যামলী বুক ল্যান্ড থেকে ১ হাজার টাকা করে এবং টিনের চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানোর দায়ে ধলা গ্রামের কামাল মোস্তফার ইট ভাটা থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।