আইন-আদালত

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিককে জরিমানা

By মেহেরপুর নিউজ

March 15, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মাটি ফেলে রাস্তা নােংরা ও চলাচলে বিঘ্ন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে গাংনী উপজেলার বামন্দী ব্রিকস নামক ইটভাটার মালিক রাশেদুল ইসলাম সােহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই- আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিল গাংনী থানা পুলিশের একটিদল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,বামন্দী ব্রিকসেন মাটি বহনকালে গাড়ি থেকে মাটি ফেলে রাস্তা নষ্ট ও পথচারীদের চলাচলে বাঁধাগ্রস্থ করার কারণে ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনের ২০১৩- এর ৫/১৫(২) ধারা মোতাবেক বামন্দী ব্রিকসের স্বত্বাধিকারি রাশেদুল ইসলাম সোহাগকে ৩০ হাজার জরিমানা করা হয়