আইন-আদালত

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে যানবাহনের চালকের জরিমানা

By মেহেরপুর নিউজ

April 05, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালীন সময়ে যানবাহন চালানাের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি দূরপাল্লার যাত্রীবাহি বাসের চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সােমবার দুপুরে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর-ই- আলম সিদ্দিকী। এসময় গাংনী থানা পুলিশের একটিদল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে একটি দূরপাল্লার যাত্রীবাহি বাস যাত্রি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি মেহেরপুর ছেড়ে গাংনী বাসস্ট্যান্ডে পৌঁছালে,আটক করা হয়। এসময় বাসটির চালক লকডাইন উপেক্ষা করে গাড়ি চালানাের দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দোষি সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা করা হয়।