গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে ভ্রাম্যমাণ আদালতে দু’চাউল ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সােমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বামন্দী বাজারের চাউল ব্যবসায়ি মােমিনুল ইসলামকে ৫ হাজার টাকা ও রেজাউল হককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে পরিচালনা করেন সহকারী জেলা ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদ হাসান ও জাহিদ হাসান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদ হাসান জানান,পাটজাতের বস্তায় চাউল না রেখে পলিথিনের বস্তায় চাউল রেখে বামন্দী বাজারের মােমিনুল ইসলাম ও রেজাউল হক ব্যবসা করে আসছিল। তারা নিজেদের দােষ স্বীকার করায় পন্যে পাটজাত মােড়কের বাধ্যতামূলক আইন ২০১০-এ দু’ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।