গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বর্তমান করােনা ভাইরাসের পরিস্থিতির কারণে সরকারী বিধি নিষেধ (লকডাউন) অমান্য করে মাস্ক বিহীন ঘােরাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খােলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাংনী পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস।