গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমানকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে গাংনী উপজেলার দেবীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উল্লেখ্য,গত রােববার দুপুরে গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশে একটি কলা বাগান থেকে একই উপজেলার করমদী গ্রামের রহিদুল ইসলামের ছেলে ভ্যানচালক আতিযার রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।