গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচনে বুথে ভোট দিচ্ছিলেন মা। আর ৩ মাস বয়সী দিপু দাসকে কোলে নিয়ে বুথের দরজায় দাঁড়িয়ে তাকে সামলাচ্ছিলেন মহিলা আনসার কর্মী রচনা খাতুন।
রবিবার দুপুরের দিকে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে মহিলা ভোট কক্ষের সামনে দেখা যায় রচনা দাসকে।
শিশু দিপুদাসের মা রঙ্গিলা দাস জানান, আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভােট প্রদানে অংশগ্রহণ করতে ছোট ছেলেকে নিয়ে ভোট সেন্টারে আছি। ভোট দিতে কষ্ট হবে দেখে পাশে দাঁড়িয়ে থাকা আনসার সদস্য রচনা খাতুনের কােলে দিই আমার ছোট্ট শিশুকে । মায়ের মতাে পরম মমতা দিয়ে কোলে আঁকড়ে ধরেন রচনা খাতুন।
এ বিষয়ে রচনা খাতুনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ছোট বাঁচ্চা নিয়ে ভোট দিতে এসেছিলেন রঙ্গিলা দাস। ভোট দিতে কষ্ট হবে তাই নিজের সন্তানের মতাে কিছুক্ষণ তাকে কোলে আঁকড়ে ধরে রেখেছিলাম। ফলে রঙ্গিলা দাস তার ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরেছেন।