তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা থেকে গাংনী উপজেলার রামনগর এলাকার ভেজাল গুড় তৈরির কারখানায় ভবানীপুর ক্যাম্পের এসআই ওয়ালীউল্লাহ, এসআই মামুনুর রশিদ ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘিরে রাখে।
পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, ভেজাল গুড় তৈরীর কারখানায় উৎপাদিত গুড়ের মধ্যে আখের রসের কোন অস্তিত্ব নেই, তারা ডালডা ও চিনি দিয়ে আখের গুড় তৈরি করছিল। এ সময় বিপুল পরিমান ভেজাল গুড় ও গুড় তৈরি সরঞ্জামাদি জব্দ করা হয়।
এই ঘটনায় রামনগর গ্রামের কারখানা মালিক আমিরুদ্দীন শেখ’র ছেলে হকাজ্জেলকে ১০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানূর রহমান।