গাংনী প্রতিনিধি :
মেহেরপুরে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে জেলার গাংনী উপজেলার গােপালনগর গ্রামের পুলতলার মাঠের জনৈক আব্দুল খালেক এর ভূটা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।
স্থানীয়রা জানান,গােপালনগর গ্রামের আব্দুল খালেক তার ভুট্টা ক্ষেত দেখতে এসে দুর্গন্ধ পান। এসময় ভূটা ক্ষেতের মধ্যে গিয়ে একজন যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে, গাংনী থানা পুলিশের একটিদল সেটি উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন,গােপালনগর গ্রামের মাঠের উপর দিয়ে তাপবিদ্যুতের লাইনের কাজ চলমান। ওই তার চুরি করতে এসে বিদ্যুতের খুঁটি অথবা তার (কেবল) থেকে পড়ে হয়তাে মৃত্যু হতে পারে।
এদিকে,ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও গাংনী থানার ওসি বানী ইসরাইল।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, উদ্ধারকৃত মরদেহটি পচে-গলে গেছে। সে কারণে সনাক্ত করা যায়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে।এবং কি ভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্তের পর বলা সম্ভব হবে।