গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার হাট বামন্দী গ্রামে বড় ভাই হাফিজুল ইসলামের হাসুয়ার কােপে ছােট বােন পিংকি খাতুন (১৮) রক্তাক্ত হয়ে এখন মৃত্যু শয্যায় রয়েছেন । রক্তাক্ত পিংকি হাট বামন্দী পশ্চিম পাড়ার বশির আলীর মেয়ে।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বামন্দী গ্রামের পশ্চিম পাড়ায় হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বশির আলীর পরিবারে কয়েক বছর যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলে-মেয়ের মধ্যে বিরােধ চলছিল । সপ্তাহখানেক আগেও হাফিজুল ইসলাম জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার বাবা বশির ও নানীকে বেধড়ক মারপিট করেছিলেন । ওই সময় স্থানীয়রা বামন্দী পুলিশ ক্যাম্পের মাধ্যমে বিষয়টি মিমাংসা করেছিলেন । পূর্বে মিমাংসা করা হলেও শুক্রবার রাতে আবারাে ওই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে হাফিজুল ধারালো হাসুয়া (দেশীয় অস্ত্র) দিয়ে তার ছোট বোন পিংকির গলায় কোপ মারেন। হাসুয়ার কোপে রক্তাক্ত হয়ে পিংকি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয় । সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে,রাতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে হামলাকারি হাফিজুল পালানোর চেষ্টা করলে,স্থানীয় লােকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান,খবর পেয়ে হামলাকারি হাফিজুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহতের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করলে,আইনগত ব্যবস্থা নেওয়া হবে।