গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মুদি দোকানের সামনে থেকে বোমা সদৃশ্য ২টি বস্তুু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়ার রতন আলীর মুদি দােকানের সামনে থেকে বস্তুু দুটি উদ্ধার করে। গাংনী থানা পুলিশের একটিদল সেগুলাে উদ্ধার করে।
মুদি ব্যবসায়ি রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে আমি দোকান খুলতে যায়। গিয়ে দেখি দোকানের দরজার সাথে একটি ব্যাগের মধ্যে বোমা আকৃতির দুটি বস্তুু রাখা আছে। এসময় পুলিশকে খবর দেয়া হলে, পুলিশ এসে সেগুলাে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, মুদি দোকানের সামনে বোমা সদৃশ্য দুটি বস্তুু রাখা রয়েছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটিদল পাঠানো হয়েছে। বস্তুু দুটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমা সদৃশ্য বস্তুু দুটি রেখে যেতে পারে। কে বা কারা এগুলাে রাখতে পারে,তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য,বােমা সদৃশ্য দুটি বস্তুু উদ্ধারের একদিন আগে জেলার গাংনী উপজেলার কড়ুইগাছি বাজারে দুর্বৃত্তদের রেখে যাওয়া বােমা দিনের বেলায় বিস্ফোরণ ঘটে। এভাবে একের পর এক বােমা বিস্ফোরণ ও উদ্ধারের ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে।