অন্যান্য

গাংনীতে বোমা ফাটিয়ে ২টি হালের গরু লুট

By মেহেরপুর নিউজ

January 09, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারি: মেহেরপুর গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ টি গরু লুট করেছে দূর্বৃত্তরা। এসময় তারা এলাকায় আতংক সৃষ্টি করতে ২টি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহকর্তা ভেদা শেখ জানান, রাত ৩ টার দিকে ৮/১০ জনের শসস্ত্র ডাকাত দল বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে গোয়ালে থাকা ২ টি গরু লুট করে নিয়ে যায়। এসময় চিৎিকার দিলে তারা পর পর দুটি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। গরু দুটি আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানান তিনি। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।