মেহেরপুর নিউজ, ০৪ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রাম থেকে বৈঠক করার সময় জেলা জামায়াতের সেক্রেটারিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার কর। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম (৫৫), গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম (৬০), জামায়াত কর্মী আব্দুর রহিম (৫৫), আব্দুল খালেক (৫২), হাসেম আলী (৪৫), নাসির উদ্দীন (৫৮) ও মহিবুল ইসলাম (৫১)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, আনন্দবাস গ্রামের আব্দুর রহিমের বাড়িতে সকালে বৈঠক করছে মর্মে খবর পায় পুলিশ। নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের পুর্বক মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, কোরআন পাঠের নিয়মিত কর্মসুচী হিসেবে ওই বাড়িতে গিয়েছিলাম। পুলিশ মিথ্যা অভিযোগে আমাদের আটক করেছে।