গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হােসেন ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৯টার সময় নিজ বাড়ি গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে জানাজা শেষে হেমায়েতপুর গােরস্থান ময়দানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে তাকে গার্ডঅপ অনার প্রদান করা হয়।
গাংনী থানা পুলিশের একটিদল তাকে গার্ডঅপ প্রদান করে। এসময় রাষ্ট্রের পক্ষে উপজেলা সহকারি কমিশন নাদির হােসেন শামীম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযােদ্ধা কমান্ডার শামসুল আলম সােনাসহ বীর মুক্তিযোদ্ধারা।