মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি ফারহানা ইয়াসমিন শাশুড়ি জোবাইদা খাতুন ও বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম নামের দু ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে গাংনী পশু হাসপাতাল পাড়ার আব্দুল গনির স্ত্রী জোবাইদা খাতুন (৭২) তার নিজ বাড়িতে মারা যান । অপরদিকে করোনা উপসর্গ নিয়ে ঢাকা কর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (৭০) মারা যান। আব্দুস সালাম বাওট গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
জানা গেছে, গাংনী বাজারের পশু হাসপাতাল পাড়ার জহুরুল ইসলাম বাচ্চু’র স্ত্রী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি ফারহানা ইয়াসমিন ৩ জুলাই, শুক্রবার প্রথমে করোনা আক্রান্ত হয়। পরে গতকাল সোমবার তার মেয়ে নুসরাত জাহান, ও দেবর আখতারুজ্জামান চঞ্চল আক্রান্ত হয়। ওই দিন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের শাশুড়ি জোবাইদা খাতুনের নমুনা সংগ্রহের জন্য গেলেও তা দিতে রাজি হননি তিনি। সর্দি,কাশি ও হালকা জ্বর উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়।
একই পরিবারে তিনজন করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় দুশ্চিতার কারনে বৃদ্ধা জোবাইদার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জোবাইদার পরিবার।
গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম রিয়াজুল আলম জানান, মরহুমা জোবাইদা খাতুনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে রিপোর্ট আসলে মুত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।
অন্যদিকে বাওট গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শ্বাসকস্ট ও ঠান্ডা জ্বরে ভুগছিলেন। কয়েকদিন আগে ঢাকার কর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ।