মেহেরপুর,নিউজ,০৬মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী, ২৫ মার্চ কালরাত্রী দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল এর সভাপতিত্বে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ওসি (তদন্ত) মোঃ সাজেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মুনতাজ আলি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী কালরাত্রী ও স্বাধীনতা দিবস পালন করতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।