বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 15, 2025

 মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সু-প্রভাত রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমওডিসি, সিএইচসিপি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, স্যানেটারি ইন্সপেক্টর এবং পরিসংখ্যান বিভাগের কর্মকর্তারা।

সভায় স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়ন, পরিবার পরিকল্পনা কার্যক্রম, মাঠপর্যায়ের সমস্যাবলী, পরিসংখ্যানগত প্রতিবেদন এবং চলমান স্বাস্থ্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।