মেহেরপুর নিউজ,২৫মে:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহীম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ির পার্শে একটি বৈদ্যুতিক পোলের টানা তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,তেঁতুলবাড়িয়া গ্রামের হাসান আলীর ছেলে ইব্রাহীম কয়েকজন বন্ধু মিলে বাড়ির পার্শে খেলা করছিল এসময় একটি বৈদ্যুতিক পোলের টানা তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়। এঘটনায় আরেক শিশূ মারাত্বক আহত হয়েছে। শিশু ইব্রাহীমের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম বইছে। শিশু তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা শিশু ইব্রাহীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।