মেহেরপুর নিউজ, ২১মে:
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে কাউছার আলী নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে একটি পোলে মিটারের সংযোগ প্রদান শেষে নীচে নামার সময় ডিস লাইনের চ্যানেল বক্সে বিদ্যুতায়িত সে মারা যায়। কাউছারের সহযোগী পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান অজয় জানান, তারা তিন জন মিলে একটি মিটারের সংযোগ দিয়ে পোল থেকে নীচে নামার সময় ডিস লাইনের চ্যানেল বক্স’র সাথে জড়িয়ে বিদ্যুতায়িত সে মারা যায়। তিনি আরো জানান, ডিস লাইনের বক্স’র সাথে জড়িয়ে তিনি নিজেও বেশ কয়েকবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।
গাংনী পল্লী বিদ্যুৎ অফিসের এ জি এম কম সোহেল রানা জানান, কাউছার আলী পল্লী বিদ্যুৎ এর নিজস্ব জনবল না। তিনি মেহেরপুর সদরের দিঘীরপাড়া হাসেম ঠিকাদারের সাথে চুক্তি ভিত্তিক বিদ্যুৎ এর বিভিন্ন কাজে নিয়োজিত ছিলো। কাউছার আলী গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গাংনী থানার ওসি আকরাম হোসেন মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। কাউছার আলীর পরিবারের সদস্যরা জানান,আর্থিক অনটনের কারনে বিদ্যুৎ মিস্তির কাজ করতো। সে মারা যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে বিদ্যুৎপৃষ্টে নিহত কাউছার আলীর পরিবারে বইছে শোকের মাতম।