মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা বুলু (৩৫) নামের এক কৃষক মারা গেছে। শনিবার দুপুর ১ টার দিকে সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের সাথে জড়িয়ে মারা যায় সে।
স্থানীয়রা জানায়,চেংগাড়া গ্রামের খয়ের উদ্দীনের ছেলে মাসুদ রানা বুলু তার নিজস্ব সেচ পাম্পের লাইন মেরামত করছিল এসময় তারে জড়িয়ে সে মারা যায়। গাংনী থানার ওসি আকরাম হোসেন মৃত্য’র বিষটি নিশ্চিত করেছেন।