টপ নিউজ

গাংনীতে বিএনপির দু’পক্ষের মধ্যে হাতাহাতি ; গাড়ি ভাঙচুর

By মেহেরপুর নিউজ

November 07, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বিএনপির দু’পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এসময় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে দফায় দফায় এ ঘটনা ঘটে।

জানা গেছে,বৃহস্পতিবার ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাংনী উপজেলা বিএনপির একাংশের আয়োজনে গণসমাবেশের আয়োজন করা হয়। এদিন বিকেলে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এর রাজনৈতিক কার্যালয়ের সামনে গণসমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের একেএকে মঞ্চে বসার আহবান করেন সঞ্চালক। মঞ্চে জেলা বিএনপির সহ-সভাপতি ও গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামকে আহবান করার সাথে সাথে মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সমর্থকরা হৈ:চৈ: শুরু করেন। এ সময় সিরাজুল ইসলাম ও আব্দুল হামিদ এর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে আব্দুল হামিদ এর সমর্থকরা সিরাজুল ইসলামের সমর্থকদের বহনকারী বাস ভাঙচুর করে। এসময় কয়েকজন কর্মীকেও আঘাত করা হয়।

এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান,আমাকে মঞ্চে না উঠতে দেয়ার জন্য গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ এর নেতৃত্বে কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা নেতাকর্মী ও সমর্থকদের বহনকারী বাস ভাঙচুর করে। এ বিষয়ে মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান,সিরাজুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বেড়ানোর কারণে ইউনিয়ন বিএনপি প্রতিবাদ করতে গিয়ে একটু হৈ:চৈ: হয়েছে মাত্র।

সিরাজুল ইসলামের লােকজন আমাদের নেতাকর্মীদের হামলার লক্ষে বাসের মধ্যে লাঠি-সােটা রেখেছিল। এ কারণে আমাদের লােকজন প্রতিবাদ করেছে। তবে বাস ভাঙচুরের বিষয়টি মিথ্যা।