মেহেরপুর নিউজ, ১১ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ে হামলা ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এসময় তিনি বলেন, মঙ্গলবার সকাল ১১ টার দিকে নেতাকমীরা যখন যখন বিএনপি অফিসে আসতে থাকেন তখন ৮/১০ জন আওয়ামীলীগ ও ছাত্রলীগের দৃবৃত্তরা অফিসে হামলা হামলা চালায় ও নির্বাচনী তাবু ছিড়ে ফেলে নেতাকর্মীদেরকে আতংকিত করে তোলে। সোমবার সন্ধ্যায় বিএনপির প্রচার মাইক সাহারবাটি এলাকায় ভাংচুর করা হয়। তিনি নির্বাচনে হামলা বন্ধ সহ প্রচার প্রচারনার সমান সুযোগ করে দিতে রিটানিং অফিসার সহ পুলিশের প্রতি দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সহ সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, আব্দুস সালাম, সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: আব্দুল্লাহসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।