সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে ২০২০-২১ অর্থ বছরের প্রণােদনা কর্মসূচীর আওতায় রবি বােরাে হাইব্রিড ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বােধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ইকুড়ি গ্রামের বাথানপাড়া মাঠে হাইব্রিড ধানের উদ্বােধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্বােধনের আয়ােজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম সাকলায়েন ছেপু,আওয়ামীলীগ নেতা আজিজুল হক,দেলােয়ার হােসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মাসুদ রানা।