বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বােমা-কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 13, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার গােপালনগর গ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে বােমা ও কাফনের কাপড় এবং হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।

শুক্রবার সকাল ৮টার জেলার গােপালনগর বাজার থেকে বােমা ও কাফনের কাপড় ওবং চিরকুট উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।

স্থানীয়রা জানান,গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গােপালনগর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান (মুদী দােকান) এর সামনে বৃহস্পতিবার দিবাগত রাতের কােন এক সময় লাল কস্টেপ দিয়ে মােড়ানাে ২টি বােমা সদৃশ্য বস্তু, ১টুকরাে কাফনের কাপড় ও রবিউল ইসলামকে হত্যার হুমকি সম্বলিত ১টি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে স্থানীয় লােকজন এগুলাে দেখে,পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এদিন সকাল ৮টার দিকে সেগুলাে উদ্ধার করে।

বিএনপি নেতা রবিউল ইসলাম জানান,সম্প্রতি রাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন নিয়ে একটি মহলের আমার প্রতি ক্ষােভ রয়েছে। তারাই এমনটি করেছে বলে ধারণা করছি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, বােমা আকারের বস্তু,কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করা হয়েছে। কে বা কারা এগুলো রেখে গেছে,তা সনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাছাড়াও এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযােগ পেলে,আইনগত ব্যবস্থা নেয়া হবে।