বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 07, 2025

 সাহাজুল সাজু :

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর আলী, স্থানীয় সরকার প্রকৌশলী ফয়সাল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মুত্তালীম হোসেন, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মাফুজুর রহমান কল্ললসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য র‌্যালি, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে উপস্থিত সকলকে দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।