বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 16, 2024

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বঙ্গবন্ধু টুর্ণামেন্টে অর্থাৎ বালক-এ উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ষােলটাকা ইউনিয়নের কুঞ্জুনগর হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-১ গােলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয় । এ খেলায় সেরা খেলােয়াড় হিসাবে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের তারিক হােসেনকে পুরস্কৃত করা হয়।

একই এদিন বঙ্গবন্ধু মাতা অর্থাৎ বালিকা-এর ফাইনাল টুর্ণামেন্টে রাইপুর ইউনিয়নের ইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-০ গােলে পরাজিত করে মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। এতে সেরা খেলােয়াড় হিসাবে নওদা মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের জিনিয়াকে পুরস্কৃত করা হয়।

খেলা পরিচালনা (রেফারি) করেন যথাক্রমে-বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাফুফের রেফারি মাহবুবুর রহমান,বাফুফের রেফারি আব্বাস আলী,টুটুল ও রিপন। টুর্ণামেন্টে ধারা বিবরণীতে ছিলেন যথাক্রমে-কড়ুইগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম,শিক্ষক জাকির হােসেন,,সাজেদুর রহমান,গােলাম মােস্তফা।

এদিকে,ফাইনাল খেলা শেষে খেলােয়ারদের মেডেল ও চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় চ্যাম্পিয়ন দলকে গােল্ডেন কাপ পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নবাগত সহকারি কমিশন (ভূমি) সাদ্দাম হােসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।