বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ফেনসিডিলসহ আটক -১

By মেহেরপুর নিউজ

December 25, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ জাহিদ হাসান (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক জাহিদ হাসান কাজীপুর গ্রামের হাজীপাড়ার হায়দার আলীর ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,বুধবার দিবাগত রাত ১০ টার দিকে হাড়াভাঙ্গা এলাকা দিয়ে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ফাঁড়ির এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটিদল অভিযান চালায় ।অভিযানে জাহিদ হাসানকে ৩৫ বোতল ফেনসিডিল আটক করা হয়। সেই সাথে ফেনসিডিল বহনকারী একটি পিকাপ জব্দ করা হয়।