মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুলাই: বিদেশী ফলের গাছ পরিহার করে দেশী ফলের গাছ বেশি করে রোপণের ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে গাংনীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। সোমবার বিকেলে গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা, নার্সারী মালিক ও কৃষকরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। সভাপতিত্ব করেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন। মেলায় দেশীয় ফলের পাশাপাশি ফলদ গাছের চারার উপস্থিতি বেড়েছে।