ধর্ম

গাংনীতে প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলাে শারদীয়া দুর্গোৎসব

By মেহেরপুর নিউজ

October 15, 2021

 গাংনী প্রতিনিধি :

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের গাংনীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দু্র্গা উৎসব শেষ হলাে।

গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ এবার ২২টি পূজামন্ডের মাধ্যমে শারদীয়া দুর্গা উৎসব পালন করেছে। তবে করোনার প্রাদুর্ভাব কমলেও এবার বিজয়া দশমীতে গাংনীতে কােন শোভাযাত্রা হয়নি। উপজেলার (ভাটপাড়া নীল কুঠি ) ইকােপার্ক সংলগ্ন কাজলা নদীসহ কয়েকটি নদীর পানিতে পূজা ডুবিয়ে বির্জন দেয়া হয়।

চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্যদিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে গত ১১ অক্টোবর থেকে বিশ্বের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫দিন ব্যাপি পূজামন্ডপগুলোতে পূজা-অর্চণার মধ্যদিয়ে ভক্তরা দেবী দূর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হলো। শুক্রবার সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। এর মধ্যদিয়ে শেষ হয় সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের ধর্মীয় উৎসব।