মেহেরপুর নিউজ,১১ এপ্রিল: ‘প্রতিবন্ধী হওয়ায় সমাজের আর সব মানুষের মত স্বাভাবিক ভাবে চলাচল করতে পারিনা। আমরা সংসারের বোঝা হয়ে জীবন যাপন করি। সরকারী ভাবে কোন সহায্য সহায়তা না পেলেও কপালে জুটেছে একটি প্রতিবন্ধী কার্ড। এ প্রতিবন্ধী কার্ড নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর ও চেয়ারম্যানের বাড়ি ঘুরেও কোন লাভ হয়নি। তাই টিএনওর (ইউএনও-উপজেলা নির্বাহী কর্মকর্তা) কাছে এসেছি। উনি যদি একটা দয়া করেন।’ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের প্রতিবন্ধী বৃদ্ধ সামছুদ্দীন গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামের বেশ কয়েকজন প্রতিবন্ধীকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নালিশ করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন। শুধু সামছুদ্দীন নয় একই গ্রামের তার মত অন্তত ১৫ জন প্রতিবন্ধী এসেছিলেন ভাতার দাবিতে। এদের মধ্যে কেউ শারিরিক, কেউ মানসিক আবার কেউ দৃষ্টি প্রতিবন্ধী। গাংনীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ তাদের কথা শোনেন এবং তারা যাতে ভাতা পান সে ব্যাপারে সহযোগীতার আশ্বাস দেন। ষাটোর্ধ শারীরিক প্রতিবন্ধি আহসান হাবিব জানান, ২০০২ সালে সড়ক দুর্ঘটনার কারণে আমার একটি হাত কেটে ফেলতে হয়েছে। একারণে কোন কাম কাজ করতে পারিনে। সংসার চালাতে খুব কস্ট হয়। চেয়ারম্যান মে¤^রদের কাছে গেলে কোনো পাত্তা পাইনে। অবশেষে টিএনও স্যারের কাছে এসেছি। স্যারের মর্জি হলে আমাদের জন্য কিছু হয়তো করবেন। দৃষ্টি প্রতিবন্ধী নিলচাঁদ জানান, আমরা যারা প্রতিবন্ধী চেয়ারম্যান তাদের সহযোগীতা করেন না। অথচ যারা ¯^চ্ছল ¯^াবল¤^ী তারা ঠিকই বিভিন্ন সহযোগীতা পায়। এ ব্যাপারে কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান রাহাতুল্লাহ জানান, কাজিপুর ইউনিয়নে ৫১ জন প্রতিবন্ধীকে তালিকা ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন ভাতা পেয়েছে। পর্যায়ক্রমে সকলেই ভাতা পাবেন। গাংনী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, আমার কাছে প্রতিবন্ধীরা এসেছিলেন। তাদের সব কথা অমি শুনেছি। তাদের সামনে রেখেই কাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান কে ফোন দিয়েছিলাম । এবার সুযোগ পেলেই তাদের সাহায্য সহযোগীতা করবেন বলে চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। এছাড়াও প্রতিবন্ধীরা যাতে ভাতা পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।