বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

By মেহেরপুর নিউজ

August 07, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে প্রতিপক্ষের হামলায় নাহারুল ইসলাম (৫০) নামের আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। তিন কন্যা সন্তানের জনক নিহত নাহারুল বাওট গ্রামের মহিরুদ্দীন ওরফে কুরু বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাওট গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সম্প্রতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর আওয়ামী লীগ কর্মী নাহারুলের পরিবারের প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডা হয়। এসময় নাহারুলের উপর  হামলা চালালে,মারাত্বক ভাবে আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে মারা যান। গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।