গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা গ্রামে প্রতিপক্ষের হামলায় বাবা ও তার ছেলে রক্তাক্ত জখম হয়েছেন। এরা হলেন-মহিষাখােলা গ্রামের মৃত রশিদ মন্ডলের ছেলে আব্দুর রহিম (৫০) ও তার ছেলে ফিরােজ হােসেন (২৭)।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে মহিষাখােলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মহিষাখােলা গ্রামের দক্ষিণ তেঁতুলবাড়ীয়া পাড়ায় মসজিদ পূর্নিমাণ করার পরিকল্পনা চলছিল। এ পরিকল্পনা নিয়ে আব্দুর রহিম ও একই পাড়ার হাফিজুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। পরে হাফিজুল ও তার লােকজন কুড়াল দিয়ে রহিমকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। রহিমের ছেলে ফিরােজ প্রতিবাদ করতে গেলে,তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এসময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
এদিকে, হাফিজুলের নিকট আত্মীয়রা জানান,আব্দুর রহিম ও তার লােকজন প্রথমে হাফিজুলকে হামলা চালায়।