সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে প্রচন্ড তাপদাহ বিরাজ করছে। সেই সাথে টিউবওয়েলে পানি শূণ্যতা দেখা দিয়েছে। গত ২ সপ্তাহের বেশী সময় ধরে উপজেলা ১৪৫ গ্রামের অধিকাংশ টিউবওয়েলে পানি শূণ্যতা দেখা দিয়েছে। উপজেলার ষােলটাকা ইউনিয়নের ভােলাডাঙ্গা,কেশবনগর,আমতৈল,মানিকদিয়া, মিনাপাড়া,কাষ্টদহ,চেংগাড়া,রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর, ইকুড়ি, চাঁদপুর, হাড়িয়াদহ, গােপালনগর, বাথানপাড়া,ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা,আড়পাড়া,কসবা,চাঁন্দামারি,শানঘাট, গাঁড়াডােব,গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ, চৌগাছা,কাথুলী ইউনিয়নের ধলা,গাঁড়াবাড়িয়া,সহগলপুর,কাজীপুর ইউনিয়নের ভবানীপুর, সাহেবনগর, বেতবাড়ীয়া, বামন্দী ইউনিয়নের তেরাইল,রামনগর,বালিয়াঘাটসহ উপজেলা ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বেশীর ভাগ গ্রামের টিউবওয়েলে পানির অনেক শূণ্য দেখা দিয়েছে। এসব গ্রামের অধিকাংশ টিউবওয়েল চাপ দিলে,ঠিক মতাে পানি উঠছেনা।
উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের কাউছার আলী জানান, গত ২ সপ্তাহ ধরে আমার বাড়িতে স্থাপনকৃত টিউবওয়েলে পানি উঠছেনা। টিউবওয়েলের নতুন সিটভল ও ওয়াসার লাগানাের পরও পানি উঠছেনা। একই গ্রামের বৃদ্ধ নুর বানু জানান, আমাদের টিউবওয়েল পানি উঠছে। কিন্তু ২০ ফুট দূরে আমার বড় ছেলের টিউবওয়েলে পানি উঠছেনা। ষােলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুজ্জামান জানান,আমার গ্রামের ৪০ ভাগ টিউবওয়েলে কম পানি উঠছে।
রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম সাকলায়েন ছেপু জানান,যতাে দিন যাচ্ছে,ততােয় পানির সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে প্রতিটি বাড়িই টিউবওয়েল রয়েছে। ইদানিং বেশী সংখ্যক টিউবওয়েল পানি কম উঠছে। আশা করি এর উত্তােরণে সরকার গুরুত্ব দেবে। গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ি উপজেলার বিভিন্ন এলাকায় খাওয়ার উপযােগি পানির স্তর প্রতিবছর ১০ থেকে ১১ ফুট নিচে নামছে। ১০ বছর আগেও এই এলাকায় ৬০ থেকে ৭০ ফুটের মধ্যে ভূ-গর্ভস্থ বিশুদ্ধ পানির স্তর পাওয়া যেত। কিন্তু এখন পানির জন্য যেতে হয় ৩০০ ফুটেরও বেশি গভীরে।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল জানান, ভূ-গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। যেহেতু আগের মতাে বৃষ্টি হয়না। ফলে ভূগর্ভের পানিই বেশি ব্যবহার হচ্ছে।