তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে প্রকৃত চাষীদের মাঝ থেকে সরকারী ধান সংগ্রহে লটারী সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার কৃষকদের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন (অঃ দাঃ), ওসিএলএসডি মতিয়ার রহমান, খাদ্য পরিদর্শক রমজান আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা মাহফুজুর রহমান কল্লোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আখের আলসহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকবৃন্দ।
গাংনী পৌরসভা ও ৯টি ইউনিয়নের অবশিষ্ট কৃষক সংখ্যা ৫৫৯৭ জন। তন্মধ্যে ৫৪৫ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। প্রত্যেকটি কৃষক এক টন করে মোট ৫৪৫ টন ধান সরকারী নিয়ম-নীতি মেনে বিক্রী করতে পারবেন।
এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, প্রকৃত কৃষকরা যাতে সরকার ঘোষিত ধানের প্রকৃত মুল্য পায় সেদিকে নজর দিতে হবে। খাদ্য গুদামে প্রকৃত কৃষক ছাড়া ধান বিক্রীর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।