মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলায় পেঁয়াজবাহী ট্রাকের চাপায় সামসুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসুল হক নওপাড়া মধ্যপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটির চালকের আসনে বসে হেলপার গাড়িটি ঘোরানোর সময় রাস্তার পাশে থাকা সামসুল হক ট্রাক ও বৈদ্যুতিক খুঁটির মাঝে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৭-০৯১১।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।