মেহেরপুর নিউজ, ১৯ আগষ্ট:
মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫ জুঁয়াড়ী কে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বালিয়াঘাট এলাকা থেকে ফেন্সিডিল ও নওদাপাড়া গ্রাম থেকে ৫ জুঁয়াড়ী কে আটক করেছে। আটকৃতরা হলেন,মঙ্গল মিয়া,হাফিজুল ইসলাম,কামরুল ইসলাম,রাসেল আহমেদ ও হাফিজুল ইসলাম।
পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেন জানান,একটি নছিমন যোগে ফেন্সিডিল আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে নছিমনে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অপরদিকে, মঙ্গলবার রাত ১২ টার দিকে নওদাপাড়া এলাকায় জুঁয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ৫ জুঁয়াড়ীকে আটক করা হয়। এসময় জুঁয়াড়ীদের কাছ থেকে প্রায় ১হাজার ৮’শ টাকা উদ্ধার করা হয়।