মেহেরপুর নিউজ,২৩ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলা গাংনীর পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিল ও ৫ গ্রাম হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের পৃথক পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলা গ্রামের গরীব উল্লাহর ছেলে আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। অপরদিকে, পৃথক আর এক অভিযানে উপজেলার বাওট থেকে করিম মন্ডলের ছেলে বেত আলী কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ। এছাড়া, এসআই শংকর গাংনী বাজারে অভিযান চালিয়ে হাফিজ ইসলাম কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। আটকর হাফিজ মেহেরপুর কোর্ট পাড়ার চাঁদ আলীর ছেলে।