টপ নিউজ

গাংনীতে পুলিশ সদস্যের সাথে স্থানীয় যুবকের ধস্তাধস্তি

By মেহেরপুর নিউজ

February 07, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশে কর্মরত পুলিশ কনস্টেবল সেলিম হোসেন নামের একজনের সাথে স্থানীয় এক যুবকের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল সেলিম আহত হয়েছেন। আহত সেলিম মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের ভারত আলীর ছেলে। সে ঢাকা জেলা পুলিশে কর্মরত।

সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার ট্রাফিক আইল্যান্ডের কাছে গাংনী উত্তরপাড়ার বাসিন্দা যুবক সাইফুল ইসলামের সাথে পুলিশ কনস্টেবল সেলিমের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আহত সেলিমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।

যুবক সাইফুল ইসলাম জানান, আমি মােটরসাইকেলযােগে গাংনী বাসস্ট্যান্ড পার হচ্ছিলাম। এসময় আমার একটি ছাতা একজন লোকের সামনে পড়ে যায়। ছাতাটি তুলে দেওয়ার জন্য আমি তাকে অনুরোধ করি। ওই লোকটি ছাতাটি তুলে দিতেও যাচ্ছিলেন। এসময় রাস্তার অপর পাশে থাকা পুলিশ সদস্য সেলিম হোসেন ছুটে এসেই আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। শুধু গালাগালি করেই ক্ষ্যান্ত হননি। এক পর্যায়ে সে আমার মােটরসাইকেলে লাথি মারতে শুরু করেন। এ ঘটনার জের ধরে দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে স্থানীয়রা দু’জনকে নিবৃত করার চেষ্টা করেন। এসময় সেলিম হোসেন ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের বিভিন্নভাবে গালিগালাজ ও হুমকি-ধামকি দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শি মিলন হোসেন,গাংনী বাজারের জে আর বাসের টিকিট কাউন্টার বাবু, ঝাল মুড়ি ব্যবসায়ী আব্দুল কাদের জানান, তুচ্ছ ঘটনায় ওই পুলিশ সদস্য মােটরসাইকেল আরোহীকে গালিগালা ও মারপিট করেন।তাকে নিবৃত করার চেষ্টা করলে, সে সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে স্থানীয়দের দু’একজনের উপর হাত তুললে লোকজন তাকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে সে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালাজ ও হুমকি-ধামকি দিতে থাকেন।

এদিকে আহত সেলিম হোসেন জানান, আমার পিতাকে রাস্তার পাশে দাঁড়িয়ে রেখে রাস্তার অপর পাশে ডাব কিনতে যায়। এসময় একজন মোটর সাইকেল চালকের একটি ছাতা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। মোটরসাইকেল চালক আমার বাবাকে ছাতাটি তুলে দেওয়ার জন্য আদেশ করেন। বাবা সেটি তুলে না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আমি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসে বাবাকে গালি দিচ্ছেন কেনো জানতে চাইলে, সে আমাকেও গালি দেন।। এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলতে আসেন। পরে তার সাথে আমার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি চলাকালিন সময়ে গাংনী হাটবোয়ালীয়া সড়কে চলাচল করা কয়েকজন লেগুনা চালকসহ কয়েকজন মিলে আমাকে বেদম মারপিট করেন। পরে থানা পুলিশকে খবর পেয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফর জানান, আহত পুলিশ সদস্য সেলিম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।