গাংনী অফিস, ১৯ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা সহ বাড়ি ঘর ভাংচুর এর ঘটনা ঘটেছে। এতে বাঁধা দিতে গেলে পুলিশের উপরও হামলা করে বলে জানান এস আই আহম্মদ আলি। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ব্যার্থ হলে গাংনী থানার ওসিকে জানালে তিনি ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
হামলাকারিরা হলো, গিয়াস উদ্দিনের ছেলে আঃ ওয়াদুল(৪৬), ওয়াদুদের ছেলে মোঃ তন্ময়(১৮), আঃ আলিমের ছেলে রাহুল রানা(১৫), আঃ আলিমের ছেলে অমিত হাসান (২০), মৃত সেকান্দারের ছেলে মোঃ মাজেদুর রহমান (৪৫), গিয়াসের ছেলে আঃ রউফ স্বপন (৪৪)। ঘটনাটি ঘটেছে বুধবার ( ১৯-০৬-২০১৯) বেলা ১১টার দিকে কাজিপুর গ্রামের হালসানা পাড়ায়।
হামলার শিকার ঐ গ্রামের নফর হালসানার ছেলে মোয়াজ্জেম হোসেন এর স্ত্রী হাবিবা খাতুন জানান, প্রায় ২৫ বছর ধরে আমরা আমাদের জমিতে বাড়ি ঘর করে বসবাস করছি। এর আগে আমার শশুরের বাবাও এই জমিতে বসবাস করে আসছে এবং এখানে প্রায় ৮০ বছরের আগের কুয়ো আছে। বাড়িতে অনেক নতুন পুরাতন গাছ পালাও রয়েছে। হঠাত ঘটনার দিন বেলা ১১টার দিকে কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনীর আড়পাড়া গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে আমাদের ঘর বাড়ি জবর দখল করার উদ্দেশ্যে রামদা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমাদের উপর হামলা করে। এ সময় তারা বাড়িতে আম মেওয়া করমচা জবাফুল কামরাঙ্গা নীম সহ বিভিন্ন প্রকারের প্রায় ৯টি গাছ কেটে ফেলে ও বাড়ির সিমানা প্রাচির ভেঙ্গে ফেলে এবং মোয়াজ্জেমের ভাই খালেকের বাড়ির পুরো সিমানা প্রাচির ও পায়খানা ভেঙ্গে ফেলে।
এই হামলায় হাবিবা খাতুনের শাশুড়ি হারেজান নেছা আঘাত প্রাপ্ত হয় এবং সৌদি প্রবাসি আব্বাস আলির স্ত্রী কাকলির পেটে বল্লম (ফস্কা) ধরে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এছাড়াও আর্মি সুমনের স্ত্রী শিলার গলায় থাকা দুই ভরি ওজনের চেইন ছিনিয়ে নেয় বলে জানান।
পরে তারা পুলিশে খবর দিলে সেখানে পিরতলা ক্যাম্প আইসি এস আই আহম্মদ আলি উপস্থিৎ হয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে স্বপন মাষ্টারের লোকজন পুলিশের উপরও লাঠি সোঠা নিয়ে হামলা করে। এতে এস আই আহম্মদ আলিও মাথায় আঘাত প্রাপ্ত হন।
খবর পেয়ে পুলিশ নিয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান সেখানে উপস্থিৎ হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে সেখান থেকে উভয় পক্ষের মোট ৯জনকে গাংনী থানায় পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
উল্লেখিত হামলাকারি ৬ জন ছাড়াও বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন আরো ৩ জন তারা হলো, মৃত মহরের ছেলে মোঃ খবিরুদ্দিন (৬০), খলিলুর রহমান ও মোয়াজ্জেম হোসেন (৫০)।
ওসি ওবাইদুর রহমানের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।