গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চিৎলা ও ঢেপা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে পুকুর খননকারি ও মাটি ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পুকুর খননের মাটি সংগ্রহ করে বিভিন্ন ইট ভাটায় নেওয়ার সময় মাটি ফেলে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় ঢেপা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে ওবাইদুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই দিন সকালে অবৈধ উপায়ে মাটি ব্যবসা করার অপরাধে চিৎলা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীম রেজাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।