মেহেরপুর নিউজ, ০৩ এপ্রিল:
পানি ভেবে এসিড পানে মেহেরপুরের গাংনীর এক স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নাজ জুয়েলার্সের কারখানায় এ ঘটনা ঘটে। মৃত অমিত কর্মকার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নান্দবার গ্রামের অমল কর্মকারের ছেলে।
জানা যায়, দু’দিন যাবৎ সে শারীরিকভাবে অসুস্থবোধ করছিল। কর্মকার অমিত অন্যান্য দিনের ন্যায় যথারিতি কারখানায় এসে কাজ শুরুর আগে ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়লে সহকর্র্মী জাহাঙ্গীর তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অমিতের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া যাওয়ার পথে মিরপুর নামক স্থানে পৌছলে সে মারা যায়।
তার অস্বাভাবিক মুত্যুর কারণ খুঁজতে কারখানার সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিৎ হন মাম পানির বোতলে রাখা পানি ভেবে এসিড পান করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে অমিত কর্মকারের নান্দবার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।